ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ল্যানিং

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারের ৫৭তম ম্যাচে দশম সেঞ্চুরির স্বাদ নিলেন ল্যানিং। ফলে ইংল্যান্ডের চার্লটি এডওয়াডর্সকে পেছনে ফেলে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান ল্যানিং।

১৯১ ওয়ানডেতে এডওয়াডর্সের ৯টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ৮টি করে শতক নিয়ে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্লারি টেইলর ও অস্ট্রেলিয়ার কারেন রল্টন

মাউন্ট মঙ্গানুই’তে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে ব্যাটিং-এ নেমে ৯ উইকেটে ২৭০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ল্যানিং-এর অপরাজিত ১০৪ রানের সুবাদে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ ও সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৭টি চার ও ১টি ছক্কায় ১১৬ বলে নিজের ইনিংসটি সাজান ল্যানিং।



মন্তব্য চালু নেই