ওয়ানডে র‌্যাংকিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে আইসিসি কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে দেশে ফিরে বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে আসছে ঘোষণা দিয়ে বেশ তোলপাড় তৈরী করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তখনই আইসিসির পক্ষ থেকে জানা গিয়েছিল, বিসিবি সভাপতি যে হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতির কথা বলেছেন, সেটা সঠিক নয়। বাংলাদেশ থাকছে সাত নম্বরেই।

বার্ষিক হালানাগাদের পর অবশেষে আইসিসি র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঠিকই বাংলাদেশ আড়ের সাত নম্বরে রয়েছে। তবে, বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে একটি। আগে রেটিং পয়েন্ট ছিল ৯৭। ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮-এ।

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথম দুটি স্থান অধিকার করে রয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যদিও দু’দলেরই রেটিং পয়েন্ট কমেছে। তবে অবস্থানের কোন পরিবর্তন হয়নি। ২ রেটিং পয়েন্ট কমেছে অস্ট্রেলিয়ার। তাদের পকেটে এখন রয়েছেন ১২৪ পয়েন্ট। নিউজিল্যান্ডের কমেছে ১টি। তাদের অর্জন ১১৩ পয়েন্ট।

ভারতকে পেছনে ঠেলে একধাপ উপরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। রেটিং পয়েন্ট বাড়েওনি কমেওনি তাদের। তবে ৪র্থ থেকে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। ৪ রেটিং পয়েন্ট কমেছে ভারতের। ১০৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ৪ নম্বরে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সামনে রয়েছে ইংল্যান্ড। ১০৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৬ষ্ঠ। ২টি রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে শ্রীলংকা। তাদের রেটিং পয়েন্ট বাড়েওনি কমেওনি।



মন্তব্য চালু নেই