সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কক্সবাজারে ৪নম্বর সর্তকতা সংকেত, উপকুলে আঘাত হানার আশংকা

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের কারনে সাগর উত্তল রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারে ৪নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উপকূলে আঘাত হানার আশংকা প্রকাশ করা হয়েছে।

জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র ঘোষনা করা হয়েছে। ফলে বৃহস্পতিবার কক্সবাজারের উপকুলীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী প্রস্ততি সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা এ ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিুর রহমান হাকিম, এনডিসি শেখ ফরিদ আহম্মদ, আবদু সোবহান, কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি একে এম আহমদ হোসেন, সহকারী পুলিশ সুপার সাইলা মারমা, জেলা তথ্য কর্মকর্তা আহসানুল কবীর, সহ সেনা বাহিনী, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই