কণার সঙ্গে গাইলেন রঙের বিপ্লব সাহা

ইট পাথরের যান্ত্রিক জীবনে একটু প্রশান্তির আশায় মৌলিক গানের কারিগর রাজন সাহা এবার তৈরি করছেন সবুজময় গারো পাহাড়ের রাখালিয়া সম্প্রদায়ের গান ‘আনচান আনচান করে মন’।

সম্প্রতি রাজন সাহার ধানমণ্ডিস্থ নিজস্ব স্টুডিও জয়াতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কণা ও জনপ্রিয় চিত্রকর ও ফ্যাশন হাউস রঙ এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা।

গানটি প্রসঙ্গে কণা বলেন, ‘অনেকদিন পর একটি মৌলিক সুরে পাহাড়ি গানে কণ্ঠ দিলাম। বিশেষ করে আমাদের নৃত্যশিল্পীরা এই গানটি দারুণ উপভোগ করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি সকলের কাছে গানটি ভালো লাগবে।’

ফ্যাশন ডিজাইনার ও শিল্পী বিপ্লব সাহা বলেন, ‘আমি মূলত শখের শিল্পী। শখ করেই গানটিতে কণ্ঠ দিয়েছে। রাজন সাহার মৌলিক সুরে মুদ্ধ হয়ে গানটি গাইতে বাধ্য হয়েছি। আশা করি শ্রোতারা ভালো একটি গান পেতে যাচ্ছেন।’

সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘যেকোনো ক্ষেত্রেই মৌলিকতার কোনো বিকল্প নেই। সেই চিন্তা চেতনা মাথায় রেখেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জীবন ফারুকীর লেখা এই গানটিতে আমি পাহাড়ি বাদ্যযন্ত্র ব্যবহার করছি। গানটিতে পাহাড়ের একটি রাখাল ছেলের প্রেম কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবমিলিয়ে গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

জানা গেছে, ‘আনচান আনচান করে মন’ গানটি আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিওসহ প্রকাশ হবে।



মন্তব্য চালু নেই