কথায় কথায় যে ভুলগুলো সব বাঙালিই করে থাকেন, বিশ্বাস না হলে একবার দেখে নিন!

না, শুধু অবলাকান্তই নন, সত্যি সত্যিই আমাদের অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। কথা বলার সময় আমরা বাঙালিরা এমন কিছু কমন ভুল করে থাকি, একটু ভাবলেই দেখা যাবে আসলে সেই কথাগুলোর কোনো মানেই হয় না। ভুল, কিন্তু মারাত্মক বিপদের কিছু নয়। এই ভুল বেশ মিষ্টি। আর সেই সব ভুলের একছত্র অধিকার শুধু যেন বাঙালিদেরই। কথায় কথায় আপনিও এই ভুলগুলাে করে থাকেন এ কথা আমি নিশ্চিত। কি, বিশ্বাস হচ্ছে না, তাইতো? তাহলে একবার প্রমান হয়ে যাক আপনি এই ভুলগুলো করে থাকেন কিনা? যেমন :

১. আমাদের তো লাভ ম্যারেজ করে ‘বিয়ে’ হয়েছে।

২. সত্যি ছেলেটার ‘গলা’র ভয়েসটা খুব সুন্দর।

৩. স্টেশন থেকে নেমে আমার বাড়ি ‘পায়ে’ হেঁটে ঠিক পাঁচ মিনিট।

৪. কত মানুষ ‘খোলা’ আকাশের নিচে বসে থাকে।

৫. দুপুরে তো ‘লাঞ্চ’ খেলেন না, রাতে ‘ডিনার’টা কিন্তু খেয়ে যাবেন প্লিজ।

৬. ভাই চার কপি ‘জেরক্স’ করে দিন।

৭. আজ ‘রাতে’ আবার নাইট ডিউটি আছে।

৮. ‘প্রতিদিন’ ডেইলি প্যাসেঞ্জারি করতে আর ভাল লাগে নারে ভাই।

৯. কাল ‘সকালে’ আমি মর্নিং ওয়াকে যাবই যাব।

১০. ও মা! মেয়েটাকে তো পুরো ‘ডল’ পুতুলের মতো দেখতে।



মন্তব্য চালু নেই