মোবাইলে কথা বলায় খরচ বাড়ছে

মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এমন প্রস্তাবই দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের সেবার ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই শুল্ক আরোপের ফলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা, বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহারসহ সবধরনের সেবার খরচ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত অর্থবছরে সিম বা রিমের মাধ্যমে সেবার ওপর শুল্কের পরিমাণ ছিল তিন শতাংশ।

আজ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধিপূর্বক পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

এর কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইল ফোনের সিম ট্যাক্স ব্যাপক হারে কমিয়েছি।’

২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



মন্তব্য চালু নেই