কনুই ও ঘাড়ের কালো দাগ দূর করবেন যেভাবে

মুখ উজ্জ্বল হলেও অনেকেরই কনুই ও ঘাড় মুখের তুলনায় কালো হয়। হরমোনের সমস্যা থেকে শুরু করে অযত্ন- সবই হতে পারে এর পেছনের কারণ। তাই প্রথমেই জেনে নিন এর কারণ শারীরিক অসুস্থতা কি না। শারীরিক অসুস্থতা হলে চিকিত্সকের পরামর্শ নিন। আর যদি না হয়, তাহলে যত্ন করতে শুরু করে দিন নিজের। জেনে নিন কয়েকটি সহজ ঘরোয়া উপায়, যা দূর করতে সাহায্য করবে আপনার ঘাড় ও কনুইয়ের কালো দাগ-

  • চালের গুঁড়া, টক দই, মুলতানি মাটি, কমলালেবুর খোসা গুঁড়া, পেপারমিন্ট অয়েল একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন।
  • পাকা পেঁপে, শসার রস, খানিকটা খেজুরবাটা, সুজি, ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
  • বেসন, টক দই, চিনি, পাতিলেবুর রস একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। চিনি গলে গেলে ধুয়ে ফেলুন।
  • চিনি ও পাতিলেবুর রস খুবই ভালো। এর সাথে অল্প চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন।
  • দুধে মুসুর ডাল ভিজিয়ে বাটুন। ১ টেবিল চামচ মুসুর ডাল বাটা, ১ চা চামচ হলুদ বাটা, ১ চা চামচ পালংশাক বাটা, ১ চা চামচ লাল শাক বাটা, ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ সূর্যমুখীর তেল মিশিয়ে লাগান।
  • পাকা কলা, তেঁতুলের ক্বাথ একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।


মন্তব্য চালু নেই