কম্পিউটার জানেন না পোস্ট মাস্টার, তাই পোস্ট অফিস বন্ধ!

পোস্ট অফিসে কর্মী মাত্র দু’জন। একজন কম্পিউটার জানেন আর আরেকজন জানেন না। বেশ কয়েকদিন ধরেই কম্পিউটার জানা ওই কর্মী ছুটিতে থাকায় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন পোস্ট মাস্টার।

এক বা দু’দিন নয়, টানা আটদিন ধরে বন্ধ পোস্ট অফিস। যার জেরে চরম সমস্যায় পড়েছেন আমানতকারীরা।

জানা গেছে, কোনো নোটিস ছাড়াই বন্ধ রয়েছে রসুলপুর সাব পোস্ট অফিসটি। ফলে রসুলপুর, নিমো, মেমারি, চাঁচাই, মহেশডাঙা, পালসিট সহ দূর দূরান্ত থেকে আমানতকারীরা মেয়াদ উত্তীর্ণ টাকা কিংবা এমআইএসর টাকা তুলতে এসে ঘুরে যাচ্ছেন লোকজন।

গ্রাহকদের অভিযোগ, আগে কাগজে কলমে কাজ হতো। তখন কোনো সমস্যা ছিল। তবে মাস দুয়েক আগে থেকে কম্পিউটারের মাধ্যমে কাজকর্ম শুরুর পর থেকে সমস্যা বেড়ে গেছে।

কারণ পোস্ট মাস্টার কম্পিউটার জানেন না। ফলে একজনের হাত ধরেই হয় লেনদেন। তারপরও যদি দিনের পর দিন বন্ধ রাখা হয় পোস্ট অফিস তাহলে যাব কোথায়! এমন প্রশ্ন তুলেছেন গ্রাহকরা।

কিন্তু কবে খুলছে পোস্ট অফিস? বিশ্বনাথ আচার্য নামের ওই কর্মী জানিয়েছেন, প্রতিদিনের মতো এসে দেখি অফিসে তালা ঝুলছে। আমার জানা নেই কেন অফিস বন্ধ।

একজন স্টাফ সাতদিন ধরে ছুটিতে আছেন আর পোস্ট মাস্টার কোনো কম্পিউটার জানেন না। তাই কবে খুলবে জানা নেই।



মন্তব্য চালু নেই