কম খরচে ফেসবুক ব্যবহার করতে এলো ‘ফেসবুক লাইট’

কম ইন্টারনেট খরচে ফেসবুক ব্যবহারের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক লাইট’ নামক এই অ্যাপটি মূলত উন্নয়নশীল দেশসমূহের ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে এশিয়া অঞ্চলের ব্যবহারকারীদের জন্য গতকাল অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ফেসবুক জানিয়েছে, দুই ক্ষেত্রে এই অ্যাপটি দারুণ কাজে লাগবে। প্রথমত, যেসকল অঞ্চলে ইন্টারনেট খরচ বেশি, সেখানে এটি ইন্টারনেট খরচ কম রেখেই ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেবে। দ্বিতীয়ত, নেটওয়ার্ক কাভারেজ খুব খারাপ হলেও কাজ করবে এই অ্যাপটি। আর এই অ্যাপটি মাত্র ১ মেগাবাইট জায়গা নেবে।

মূলত জানুয়ারি থেকেই পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক। তবে এবার এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।



মন্তব্য চালু নেই