কম দামের ফোনে অ্যানড্রয়েড মার্সম্যালো

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিসেস্টের হালনাগাদ সংস্করণ মার্সম্যালো ৬.০। এই অপারেটিং সিস্টেম সম্বলিত সাশ্রয়ী দামের ফোন ভারতের বাজারে আনলো ইনফোকাস। এই ফোনটির মডেল বিংগো ৫০।

যুক্তরাষ্ট্র ভিত্তিক এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের নতুন এই হ্যান্ডসেট টি ভারতের বাজারে মাত্র ৭ হাজার ৪৯৯ রুপিতে বিক্রি হচ্ছে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮ হাজার ৭৩৫ টাকা। এটিই বাজারে সবচে কমদামের অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোন।

ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এতে ১.৩ গিগাহার্জের মিডিয়াটেকের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ৩ জিবি র‌্যাম রয়েছে। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।

ইনফোকাস বিংগো ৫০ ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাগশান আছে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

স্যান্ডস্টোন গ্রে এবং লেদার ব্যাকে ফোনটি ভারতের ই-কমার্স ওয়েবসাইট স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে।



মন্তব্য চালু নেই