করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রায় তিন লাখ কোটি টাকার প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ধারণ ব্যক্তি শ্রেণির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সাধারণ করদাতার শ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকার পরিবর্তে ২ লাখ ৫০ হাজার টাকা; মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৩ লাখ টাকা; প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ও মুক্তিযোদ্ধাদের জন্য তা ৪ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর জোর দাবি এসেছিল এনবিআরে। প্রাক-বাজেট আলোচনায় প্রায় সব সংগঠনই করমুক্ত আয়সীমা বাড়ানো দাবি জানিয়েছে।



মন্তব্য চালু নেই