কলকাতার দমদম পার্কে ভয়াবহ অগ্নিকান্ড

দমদম পার্কে হরিচাঁদ বস্তির ঝুপড়িতে আগুন। আগুনে জ্বলে পুরো ছাই হয়ে গেছে ১০-১২টি ঝুপড়ি।

শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পরবর্তীতে দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৩০০টির উপরে পরিবার। আর আগুনে পুড়ে গেছে প্রায় ২০ থকে ২২টি ঝুপড়ি। যদিও, এবিষয়ে দমকলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দমকল মন্ত্রী জাবেদ খান বলেছেন, এলাকার রাস্তা ভীষণ ছোট হওয়ায় দমকলের গাড়ি বস্তির ভেতরে পর্যন্ত যেতে পারেনি।

তবুও দমকলের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতে আগুন নেভানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। এই ঘটনায় এলাকাজুড়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে



মন্তব্য চালু নেই