কলম্বিয়ায় ফার্কের ওপর বোমাহামলা স্থগিত

ফার্ক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত অনবরত বিমানহামলা প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসের নির্দেশে আপাতত স্থগিত করা হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র কিউবায় ২০১২ সাল থেকে বারংবার ব্যর্থ হওয়া শান্তি আলোচনা আবারও বেগবান করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট। তবে এর মধ্যেও শর্ত জুড়ে দেয়া আছে।বিশেষ নির্দেশের আওতায় আবারও শুরু হতে পারে বোমাহামলা।

বিখ্যাত সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের স্মৃতিবিজড়িত কার্তাহেনায় অনুষ্ঠিত সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলছেন, বিমানহামলা বন্ধ করা হয়েছে কেননা আশপাশে সাধারণ মনুষ্যবসতি রয়েছে। সাধারণ নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয় সে জন্যেই এ ব্যবস্থা আর ফার্কের প্রতিও এটি বড় ধরনের ছাড়।

চলতি মাসের শুরুতে কিউবা, নরওয়ে, চিলি ও ভেনেজুয়েলার উদ্যোগে ফার্কের সঙ্গে শান্তিপ্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে কলম্বিয়ার আলাপ হয়েছে।

১৯৬৪ সাল থেকে বিদ্রোহ শুরু করার পর নতুন সহস্রাব্দেরর এই লগ্নে এসে ফার্কও হয়ে পড়েছে অনেকটাই কোণঠাসা। যে কারণে শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনা বারংবার ভেস্তে গেলেও ফার্কপ্রধান আইভান মার্কেজের কণ্ঠে এখন সন্ধির সুর।

’৬৪ সাল থেকে শুরু করে ফার্ক ও সরকারী বাহিনীর যুদ্ধে এ যাবত প্রায় দুই লাখ মানুষ মারা গেছে।



মন্তব্য চালু নেই