কলাবাগান জোড়া খুনে ৩ জন সনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত ঠিক পথেই এগুচ্ছে। জঙ্গি-সন্ত্রাসীদের দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা ঠিক পথেই এগুচ্ছি, ৩ জনকে আমরা সনাক্ত করেছি। আপনারও পত্র-পত্রিকায় দেখেছেন। এখন আর কিছু বলতে চাচ্ছি না, কয়েকদিন পর আমরা সব জানাবো।’

গতকাল মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কলাবাগান জোড়াখুনের ঘটনায় “কিছু ক্লু পাওয়া গেছে ” বলে কেরিকে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী-কেরি ফোনালাপের আগের দিন বুধবার দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডে আইএস-আল কায়েদার সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

গত সোমবার বিকালে লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় জুলহাজ তনয়।



মন্তব্য চালু নেই