জেলা পরিষদ নির্বাচন-২০১৬

কলারোয়ার আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও জিএম মতিয়ার রহমান সদস্য নির্বাচিত

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে কলারোয়ায় সদস্য পদে ১ নং ওয়ার্ডে (কলারোয়া পৌর সভা, হেলাতলা, সোবাড়িয়া, কেরালকাতা ও চন্দনপুর ইউপি) ঘুড়ি প্রতীক নিয়ে উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন জয়লাভ করেছেন। অপরদিকে, ২নং ওয়ার্ডে (দেয়াড়া, যুগিখালী, জয়নগর, কুশোডাঙ্গা ও জালালাবাদ ইউপি) ইজি বাইক প্রতীক নিয়ে কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি জিএম মতিয়ার রহমান জয়লাভ করেছেন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে পৌর সদরের জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে (১ নং ওয়ার্ড) এবং উপজেলার বামনখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (২ নং ওয়াডর্) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে কলারোয়া পৌরসভা, হেলাতলা, কেরালকাতা, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়ন নিয়ে গঠিত জেলার ১নং ওয়ার্ডের মোট ৬৩ টি ভোটের মধ্যে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এ ওয়ার্ডে অংশ গ্রহণ করেন ৭ জন প্রার্থী। এরমধ্যে আলহাজ্ব শেখ আমজাদ হোসেন (প্রতীক-ঘুড়ি) ২৫ ভোট পেয়ে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলিমুর রহমান পেয়েছেন (প্রতীক-টিউবওয়েল) ১৯ ভোট। অপর সদস্য প্রার্থী সহিদুল ইসলাম (প্রতীক-উটপাখি) পেয়েছেন ১১ ভোট, শওকত আলী খাঁ (প্রতীক-হাতি) পেয়েছেন ৩ ভোট, আলকামুন হোসেন (প্রতীক-বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২ ভোট এবং আব্দুল মাজেদ বিশ্বাস ও শফিকুল ইসলাম কোনো ভোট পাননি।

অপরদিকে, কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জয়নগর, জালালাবাদ, দেয়াড়া, কুশোডাঙ্গা ও যুগিখালী ইউনিয়ন নিয়ে গঠিত ২ নং ওয়ার্ডের মোট ৫৬ ভোটের মধ্যে ৫৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্য পদে ওই ওয়ার্ডে অংশ গ্রহণ করেন ৫ জন প্রার্থী। এরমধ্যে মতিয়ার রহমান মতি (প্রতীক-অটোরিক্সা) ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব ডা. আব্দুল জব্বার (প্রতীক-টিউবওয়েল) পেয়েছেন ১৭ ভোট। এছাড়া আব্দুর রশীদ সানা (প্রতীক-তালাচাবি) পেয়েছেন ১৩ ভোট, আব্দুল মুত্তালিব মাস্টার (প্রতীক-হাতি) পেয়েছেন ০২ ভোট। সাঈদ গাজি (প্রতীক-বৈদ্যুতিক ভ্যান) কোনো ভোট পাননি।

কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যথাযথ ভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই