কলারোয়ার কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক ঘোষ সাধন কুমার আর নেই

কলারোয়ার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘোষ সাধন কুমার (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চলে গেলেন না ফেরার দেশে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ পাল জানান, প্রধান শিক্ষক ঘোষ সাধন কুমার সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকমন্ডলী, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সদ্য প্রয়াত প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে প্রথমে বিএসসি শিক্ষক হিসাবে যোগদান করে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন। অত:পর বছর দুয়েক আগে তিনি একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সবশেষ রোববার তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং নিজের কিছুটা শারীরিক অসুস্থতার কথা সহকর্মীদের জানিয়েছিলেন। তাঁর পিতার নাম স্বর্গীয় সুধীর ঘোষ। সোমবার সন্ধ্যার দিকে নিজ এলাকায় গুণি এই শিক্ষকের দাহ সম্পন্ন হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, সদ্য প্রয়াত প্রধান শিক্ষক ঘোষ সাধন কুমার এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কয়লা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রাক্তন অধ্যক্ষ ইউনুচ আলী, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আকতারুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রধান শিক্ষক আব্দুল আলিম , প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দীক বাবর, প্রধান শিক্ষক শফিউল আজম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রমুখ।

এছাড়া অনুরূপ বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক মাস্টার শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই