কলারোয়ার তুলসীডাঙ্গাকে নিরাপদ পানি বিষয়ক হেলদি হোম ঘোষণা

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা ওয়ার্ডকে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে নিরাপদ পানির অধিকার বিষয়ক ক্যাম্পেইন হেলদি হোম ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র আকতারুল ইসলাম বুধবার বেলা ৩টায় কলারোয়া পৌর সদরের তুলসিডাঙ্গা ১নং ওয়ার্ডে এই হেলদি হোম ঘোষণা করেন। তুলসিডাঙ্গা ১নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আকতারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, প্যানেল মেয়র ফারহানা হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দিন লিলু, পৌর কাউন্সিলর লুৎফুননেছা লুতু, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, সাবেক ইউপি সদস্য বিজি মাওলা, আবুল কাশেম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, মনিটরিং অফিসার বিপ্লব হোসেন ও গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য চালু নেই