কলারোয়ার যুগিখালী ও জয়নগরে জলাবন্ধতা মোকাবেলায় অবহিতকরণ সভা

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা “দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র” ডিএসকের উদ্যোগে যুগিখালী ও জয়নগরে জলাবদ্ধাতা মোকাবেলায় এক অবহিতকরণ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে ইউরোপিয়ান কমিশন ডাইরেক্টরিয়েট জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান এইড এন্ড সিভিলপ্রটেকশনের আর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অনুষ্ঠানে ড্যান চার্চ এইডের সহযোগিতায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ইউডিএমসির সদস্য ও সুশীল সমাজের সদস্যবৃন্দের উপস্থিতিতে এ প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান শাসসুদ্দিন আল মাসুদ বাবু, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন, কৃষি অফিসার মহাসীন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পরিসংখ্যান অফিসার তাহের মামুদ সোহাগ, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লি সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী আনারুল ইসলাম, গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শিক্ষক জুলফিকারুজ্জামান, ক্যাশিয়ার অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ডিএসকের টেকনিক্যাল অফিসার কামরুন্নাহার, মাসুদ আল কবির, এএইচ ফারুক, শেখ সুলতান আহম্মেদ, ফয়সালুজ্জামান, নুর জাহান লিপি প্রমুখ।



মন্তব্য চালু নেই