কলারোয়ার সিংগা হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার-২০১৫ ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার সকালে স্কুল চত্ত্বরে এ ফলাফল প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ।
এ উপলক্ষ্যে বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল মাজেদ সরদারের সভাপতিত্বে ফলাফল অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সসদ্য ওসমান গনি, ফারুক হোসেন, প্রাক্তন সদস্য ডাক্তার ফজলুর রহমান, সাজসেবক আয়ুব হোসেন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুস সবুর, শিক্ষার্থী অভিভাবক রুহুল আমিন সরদার, ইছাহক গাছি, আব্দুল মজিদ, সাহাজুল ইসলাম,আসমত আলী, মারুফ লাইব্রেরীর সত্ত্বাধিকারী মাসুম বিল্লাহ।
স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, জহরুল ইসলাম, লোকমান হোসেন, মাওলানা আয়ুব হোসেন, আজিজুর রহমান, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, নাসরিন খাতুন, স্বপন কুমার, আব্দুস সালাম, বদরুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের ৬ষ্ট, ৭ম ও ৯ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে স্কুল ও মারুফ লাইব্রেরীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
ফলাফল প্রকাশে স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী মীম খাতুন।



মন্তব্য চালু নেই