কলারোয়ার সিংগা হাইস্কুল কেন্দ্রে সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

কলারোয়ার বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ৩য় দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নের ১৪টি প্রাথমিক ও ২টি মাদ্রাসা থেকে এই কেন্দ্রে ৪২৫ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন করার অনুমতি পেলেও ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে বুধবার প্রাথমিকে বিজ্ঞান পরীক্ষায় উপস্থিত ৪১২ জন এবং মাদ্রাসার আরবী পরীক্ষায় উপস্থিত ১৩ জন । প্রাথমিকে ছাত্র ১৯৩ জন ও ছাত্রী ২১৯ জন। মাদ্রাসার ছাত্র ১২ ও ছাত্রী ০১ জন ।
এসময় কেন্দ্রে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মুনতাসিন বিল্লাহ, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জুলফিকার আলী, হল সুপার প্রধান শিক্ষক ওমর ফারুক ও সহকারী হল সুপার প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই