কলারোয়ায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা

কামরুল হাসান, কলারোয়া: গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল হালিম বলেছেন, বাল্যবিবাহ নিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ পরিণত হয়েছে এক সামাজিক ব্যাধিতে।

তাই এই বাল্যবিবাহ বন্ধ করতে সকলকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আর কোনো বাল্যবিবাহ নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তিনি এফিডেভিটের মাধ্যমে বিবাহ পড়ানো ও নিবন্ধন করার নিষেধাজ্ঞা সম্পর্কে সকলকে অবগত করান।

মানুষের মাঝে এই প্রবণতা দূর করাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ডিডি এলজি এএনএম মঈনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, ওসি(তদন্ত) আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাব-রেজিস্ট্রার নারায়ন চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, তথ্য কর্মকর্তা সাহাদাত হোসেন, মহিলা বিষক কর্মকর্তা নুরুন নাহার আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, সাংবাদিক জুলফিকার আলী, আজিজ, ফিরোজসহ উপজেলার বিবাহ রেজিস্ট্রারবৃন্দ।



মন্তব্য চালু নেই