কলারোয়ায় আনসার ভিডিপির প্রশিক্ষণ শেষে পুরষ্কার বিতরণ

জাহাঙ্গীর আলম লিটন, কাজীরহাট (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম ভিত্তিক আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার দুপুরের দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়।
গত ২০নভেম্বর থেকে শুরু হয়ে ১০দিন ব্যাপী আনসার ভিডিপির অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৬৪জন ব্যক্তি অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৩২জন পুরুষ ও ৩২জন মহিলা অংশ নেন। প্রশিক্ষণ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাসুদ রানা, সুরাইয়া ইয়াসমিন ও ইসমাঈল হোসেনকে পুরষ্কার প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ও বিভিন্ন ইভেন্টে ক্লাস নেন ডা.মেহেরুল্লাহ, উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আশালতা খাতুন, প্রশিক্ষক ইশার আলী, দলপতি রেজাউল ইসলাম, দলনেত্রী মনোয়ারা খাতুন প্রমুখ।
সমাপনি অনুষ্ঠানে সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই