কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত

সাতক্ষীরার কলারোয়ায় শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করেছে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫৩৪১ তম আবির্ভাব তিথি উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ পৌরসভাধীন মুরারীকাটি পালপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর শেখ ইমাদুল হোসেন, থানার এসআই,মোয়াজ্জেম হোসেন ও হিমেল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, থানার এএসআই ইকবাল মাহমুদ, প্রয়াত ইউপি চেয়ারম্যান তপন সাহার স্ত্রী বিশাখা সাহা, মাস্টার প্রদীপ পাল, উৎপল কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের হাতে মঙ্গল প্রদীপ তুলে দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তীসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সন্তোষ কুমার পাল।

একইভাবে জন্মাষ্টমী উপলক্ষে কলারোয়া শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায় কলারোয়া ফুটবল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মাস্টার আব্দুর রউফ, পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি অধ্যাপক আবুল খায়ের, থানার এসআই হিমেল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, আরিফ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, দাস সম্প্রদায়ের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) অসীম কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দুলু দাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দাস সম্প্রদায়ের সভাপতি সুনীল দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন দাস সম্প্রদায়ের গোবিন্দ দাস। উভয় আয়োজকদের পক্ষ থেকে পৌর শহরে জন্মাষ্টমীর পৃথক দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।



মন্তব্য চালু নেই