কলারোয়ায় কুলবাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় এক কৃষকের কুল বাগানে ফুল আসা কয়েকটি কুলগাছ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দু’দফায় ওষুধ প্রয়োগে ও গোড়া কেটে মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শ্রীপতিপুর গ্রামের আলহাজ্ব আমিরুল ইসলাম ধাবকের বাড়ির পার্শ্বে লাগানো বড় একটি আপেল কুল ও নারকেল কুলের বাগানে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানান, কে বা কারা দিন কয়েক আগে প্রথমে ওষুধ প্রয়োগ করে এবং সবশেষ শনিবার রাতের কোন এক সময় কুল বাগানের ফুল আসা কয়েকটি গাছের গোড়া থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। রোববার সকালে বাড়ির লোকজন দূর থেকে কিছু কুলগাছের পাতা শুকিয়ে যেতে দেখে পরে বাগানে গিয়ে দেখে কয়েকটি গাছ কাটা অবস্থায় পড়ে আছে।

তখন তারা বুঝতে পারে কে বা কারা এ কাজটি রাতের আঁধারে করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মেজ ছেলে ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনকে জানিয়েছেন। তিনি বিষয়টি খোঁজ-খবর নিচ্ছেন। তবে কারা এমন অমানবিক কাজটি করেছে সেটি দেখতে না পাওয়ায় থানা পুলিশকে কিছু জানাননি বলে সাংবাদিকদের বলেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক।



মন্তব্য চালু নেই