কলারোয়ায় গুটি ইউরিয়া সার বাজারজাতকরণে কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় কৃষক পর্যায়ে গুটি ইউরিয়া সার বাজারজাতকরণে ডিলার ও খুচরা সার বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন তরান্বিতকরণ প্রকল্প(আপি) উদ্যোগে বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামের ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আ. হান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অধিক ফলন, বেশি লাভ এনপিকে (ঘচক) গুটি সারের অবদান, ধান চাষে এনপিকে গুটি সার প্রয়োগ করুন।

উপজেলা কৃষি অফিসার মহাসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমারা রায়।

আপির ট্রেনিং অফিসার এটিএম হাফিজুল ইসলাম, ট্রেনিং অফিসার মো. আল মোবাশের, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কলারোয়া আপির ফিল্ড মনিটরিং অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই