কলারোয়ায় জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচি

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে।

সূত্রমতে, ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৮.৩০ টায় উপজেলা পনিষদ চত্বরে পুষ্প মাল্যদান, সকাল ৮.৪৫ টায় শোক র‌্যালি, সকাল ৯.১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলেঅচনা সভা, সকাল ১০ টায় একই স্থানে যুব ঋণের চেক বিতরণ, সকাল ১০.৩০ টায় উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে মিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, যোহর নামাজ শেষে সকল মসজিদে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল এবং সুবিধাজনক সময়ে সকল মন্দির/গির্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা।



মন্তব্য চালু নেই