কলারোয়ায় জাতীয় শোক দিবস পালিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচীর শুরুতে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা উপজেলা আ’লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সানজিদা জেসমিন, উপজেলা আ’লীগের সা.সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক ইউনুচ আলী খান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর সভার ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান, কোষাধ্যক্ষ সহ, অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, প্রভাষক মফিজুর রহমান, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহা.আইয়ুব আলী, শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন, জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, হোমিও প্যথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারিক, এ্যাড.শেখ কামাল রেজা, একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ম্যানেজার আনারুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী শাহাজাদা, সা.সম্পাদক আসাদুজ্জামান তুহিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুনা অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান সাঈদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য শেষে ১মিনিট নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে একটি শোক র‌্যালী কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চিত্রাংকন, কুইজ, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন। এদিকে কলারোয়া উপজেলা আ’লীগের উদ্যোগে সকল ইউনিয়নে, পৌর আ’লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলার কাজীরহাট কলেজ, আমানুল্লাহ কলেজ, সিংগা হাইস্কুল, পাইলট হাইস্কুল, কামারালী হাইস্কুল, মাদ্রাসা, সরসকাটি হাইস্কুল, বালিকা বিদ্যালয়, মাদ্রাসা, বেত্রবতী হাইস্কুল, কলারোয়া আলিয়া মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে এ উপলক্ষে শোক দিবসে আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি শেয় হয়।



মন্তব্য চালু নেই