কলারোয়ায় ডিজিটাল মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

তথ্য প্রযুক্তির বর্তমান যুগে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউএনও উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, দেয়াড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিপুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, সমবায় অফিসার আশরাফ হোসেন, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, আনসার ভিডিপি অফিসার মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, হিসাব রক্ষন অফিসার তোফাজ্জেল হোসেন, পরিসংখান অফিসার তাহের মাহমুদ সোহাগ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই