কলারোয়ায় দৃষ্টিপাত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়ায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় কলারোয়া প্রেসক্লাবে প্রতিষ্ঠার ১৫ বছর পর্দাপনে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

পরে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পাঠক ফোরামের সভাপতি এ্যাড.কামাল রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ ও দৃষ্টিপাত পত্রিকার পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, মাষ্টার অনুপ কুমার, মাস্টার উৎপল সাহা, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল ওহাব মামুন, সুমন কুমার দাস, সাংবাদিক সুজাউল হক, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার দেয়াড়া প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, মশিয়ার রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৃষ্টিপাত পত্রিকার কলারোয়া প্রতিনিধি কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান।



মন্তব্য চালু নেই