কলারোয়ায় পবিত্র ঈদুল অযহা উপলক্ষে অতি দরিদ্রদের মাঝে সিমাই চিনি বিতরণ

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পবিত্র ঈদুল অযহা উপলক্ষে অতি দরিদ্রদের মাঝে সিমাই চিনি বিতরণ হয়েছে। গতকাল বুধবার বিকালে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রাম দারিদ্র বিমোচন কমিটির অর্থায়নে ও সোনাবাড়ীয়া ব্য্রাক অতি দরিদ্র কর্মসূচির আয়োজনে এ সিমাই চিনি বিতরণ করা হয়েছে।

হিজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলদী গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি রুহুল আমিন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্য্রাক অতি দরিদ্র কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক এজিএস রাশিদুজ্জামান, হিজলদী গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা,গোলাম কুদ্দুস, খাদেম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান কওসার আলী, হিজলদী সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, শিক্ষক আবুল হোসেন, আব্দুর রহমান, ব্য্রাকের মবিলাইজড কমিটির শফিকুল ইসলাম, সোনাবাড়ীয়া ব্র্যাকের ব্যবস্থাপক আকরাম হোসেন, ব্র্যাক প্রতিনিধি সঞ্জয় মন্ডল, তৌহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য-হিজলদী গ্রাম দারিদ্র বিমোচন কমিটির মাধ্যমে হিজলদী গ্রামের দুই শতাধিক অতিদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে সেমাই চিনি বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই