কলারোয়ায় পৌর মেয়র বিএনপি নেতা আক্তারুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ আটক

কামরুল হাসান, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া পৌর সভার মেয়র ও বিএনপি নেতা আক্তারুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তিনি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের আলহাজ্ব আকবার আলী গাজীর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, আক্তারুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামালা মামলার চার্জশীটভুক্ত আসামি। তার বিরুদ্ধে নাশকতা মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।
এদিকে, আটক মেয়র আক্তারুল ইসলাম বলেন, তার নামে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা থাকলেও তিনি এ মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন। পুলিশ তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় আটক করেছে।

উল্লেখ্য, রোববার দিবাগত মধ্যরাতের ঘটনায় নতুন করে হওয়া একটি নাশকতা মামলায় মেয়র আক্তারুল ইসলাম ছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান কলারোয়া তেহামী ফুট ভ্যালীর কর্ণধর আসাদুজ্জামান আসাদকে আটক করেছে থানা পুলিশ। ওই মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৪৫জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই