কলারোয়ায় বি.জে.ই ফুটবল টুর্ণামেন্টে কাজীরহাট ফুটবল একাদশ ফাইনালে

সাতক্ষীরার কলারোয়ায় বি.জে.ই নক আউট ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বাবু, জয় ও ইমনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত খেলার উদ্বোধনী দিনে কলারোয়ার কাজীরহাট ফুটবল একাদশ তালার রিংকু স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়। টাইব্রেকারে কাজীরহাট ফুটবল একাদশ ৫-৪ গোলে রিংকু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এরআগে খেলাটি উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।
খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল¬ু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কে,এম আনিছুর রহমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক ইউনুচ আলি, রেজাউল করিম লাভলু, কাজী আব্দুল ওহাব, আরিফুজ্জামান কাঁকন, মাস্টার অনুপ কুমার ঘোষ, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, নিয়াজ আহম্মেদ খান।
ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন ও মাস্টার আব্দুল ওহাব মামুন।



মন্তব্য চালু নেই