কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির প্রশিক্ষণ

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাইটস, যশোর আয়োজিত এ অনুষ্ঠানে মানব পাচার ও অনিরাপদ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের ন্যাশনাল প্লান অব এ্যাকশান বাস্তবায়নের ওপর আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাজেদা নারী উন্নয়ন’র সভানেত্রী লতিফা আক্তার, কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার হুমায়ুন কবীর, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, রাইটস, যশোর-এর প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, ট্রেনিং এন্ড কাউন্সিলিং অফিসার শাওলী সুলতানা, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, ইউপি সদস্য আমিরুজ্জামান, শওকত আলি, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই