কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে ওরিয়েন্টশন

সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে এ্যাডভোকেসি গ্রুপ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অগ্রগতি সংস্থার কলারোয়া অফিসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার।

‘মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে টেকসই উদ্যোগ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা, ইউএসএ্ইড এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় শ্যামনগর, সাতক্ষীরা সদর, কলারোয়া, কেশবপুর ও ডুমুরিয়া উপজেলার মোট ১৫ টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

এ ওরিয়েন্টনে অংশ গ্রহণ করেন অগ্রগতি সংস্থার প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল আলিম, আলমগীর হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ আহম্মেদ, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রঊফ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, অধ্যাপক আবু বক্কার প্রমুখ।



মন্তব্য চালু নেই