কলারোয়ায় রাশেদ খান মেননের হত্যাচেষ্টা দিবস পালন

১৭ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননের ২৩ তম হত্যাচেষ্টা দিবস উপলক্ষে কলারোয়ায় ওয়ার্কার্স পার্টি এক আলোচনা সভার আয়োজন করে।

সোমবার সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ।

“সন্ত্রাস-খুন-নৈরাজ্য রুখে দাঁড়াও জনগনের সামাজিক প্রতিরোধ গড়ে তোল-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দলটি প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি নেতা অধ্যাপক আবুল খায়ের, মাস্টার প্রদীপ কুমার পাল, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক তৌহিদুল ইসলাম সাগর, আবু হায়াৎ বাবু, আজিজুল হক আনসারী, চন্ডি চরণ পাল, নিখিল অধিকারী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, এমএ সাজেদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সন্তোষ কুমার পাল।



মন্তব্য চালু নেই