কলারোয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান, কলারোয়া: সারা দেশের ন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রী কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়া সরকারি কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা, ছলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজ, বেগম খালেদা জিয়া কলেজ, সোনারবাংলা কলেজ চন্দনপুর কলেজ, হেলাতলা টেকনিক্যাল কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ, কলারোয়া পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,সিংগা হাইস্কুল, সরসকাটি ইউনাইটেড হাইস্কুল, বুঝতলা মাদ্রাসা, কামারালী হাইস্কুল,প্রাইমারী,ও মাদ্রাসা, সরসকাটি বালিকা বিদ্যালয় ও মাদ্রাসা,কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ,শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশের অংশ হিসেবে সকাল ১০ টায় কলারোয়া পৌর সদরের শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীনের সভাপতিত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অত্র প্রতিষ্ঠানের সভাপতি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,সাবেক উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম,কলারোয়া থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মোস্তফা, আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এড. শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, অধ্যাপক ইউনুচ আলী খান, প্রভাষক সাহাদাৎ হোসেন সংবাদিক শেখ জিল্লু, অধ্যাপক কে এম আনিছুর রহমান, এম এ সাজেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই