কলারোয়ায় সীমান্তে কাপড় জিরা উদ্ধার

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ায় মাদরা ও কাকডাঙ্গা সীমান্তের বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কাপড় ও জিরা উদ্ধার করেছে। মঙ্গলবার ভোর রাতে বোয়ালিয়া ফকির পাড়া গ্রামের মধ্য থেকে এই মালামাল উদ্ধার করা হয়।

মাদরা ক্যাম্পের নায়েক সুবেদার হায়দারের নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের মধ্যে টহলকালে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় দুই গাইড কাপড় উদ্ধার করেন। এদিকে, কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার রেফায়েতের নেতৃত্বে ফকির পাড়া এলাকা থেকে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় ৪ বস্তা জিরা উদ্ধার করেন।

তবে পৃথক উদ্ধারের সময় বিজিবি সদস্যরা কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য জানা যায়নি। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাষ্টমস কোরিডোরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই