কলারোয়ায় সীমান্তে বিভিন্ন মালামাল উদ্ধার

সাতক্ষীরা কলারোয়ায় মাদরা ও কাকডাঙ্গা সীমান্তে বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪লাখ ৪৩হাজার টাকার ভারতীয় শার্টকাপড় বাংলাদেশি সুপারিসহ মটর সাইকেল উদ্ধার করেছে।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ শার্টকাপড়, সুপারি, মটর সাইকেল উদ্ধার করা হয়।
মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল গনির নেতৃত্বে রাজপুর, লাউডুপি ও ভাদিয়ালি এলাকায় একদল চোরাকারবারিদের তাড়া করে। তাড়া খেয়ে চোরাকারবারিরা তাদের কাছে থাকা বস্তা ও ব্যবহৃত ডিসকভার মটরসাইকেল ১৫০সিসি ফেলে পালিয়ে যাই।
পরে ফেলে যাওয়া বস্তা থেকে ৫১৮কেজি সুপারি ও মটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্যে ৩লাখ ৫৭হাজার টাকা।

অপর দিকে, শনিবার ভোরে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার খালেকের নেতৃত্বে কেড়াগাছি মোড় এলাকায় একদল চোরাকারবাড়িদের তাড়া করে ভারতীয় ১০৮পিচ শার্টকাপড় উদ্ধার করে। আনুমানিক মুল্যে ৮৬হাজার ৪’শ টাকা। তবে উদ্ধারের সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
পৃথক অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্যে ৪লাখ ৪৩হাজার ৪’শ টাকা।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাষ্টম কোরিডোরে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।



মন্তব্য চালু নেই