কলারোয়ায় ১০টি স্বর্ণের বারসহ চোরাচালানি আটক

সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চেইনসহ জহুরুল ইসলাম নামে সোনা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা থেকে তাকে আটক করা হয়।

আটক জহুরুল ইসলাম (৩৭) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার বাসিন্দা। সূত্র জানায়, জহুরুল ইসলাম ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে সকালে ঢাকার একটি পরিবহন থেকে সাতক্ষীরার কলারোয়ায় স্ট্যান্ডে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ পাচারের বিষয়টি জানতে পেরে কলারোয়ার কাকডাঙ্গা বিওপির সামনে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চেইনসহ ওই চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৪০ হাজার টাকা। বিজিবি’র সাতক্ষীরা, ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।



মন্তব্য চালু নেই