কলারোয়ায় ৫শ’১৬টি পরিবার নতুন করে বিদ্যুৎ সংযোগ পেল

সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা, আহসান নগর-সিংহলাল গ্রাম নতুন করে বিদ্যুতের আলোয় আলোকিত হলো। বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই দুটি গ্রামে বিদ্যুতের সুইস টিপি আলো জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

প্রথমে বেলা সাড়ে ১২টায় উপজেলার হেলাতলা গ্রামের ৩শ’ ২টি পরিবারের মধ্যে নতুন সংযোগ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, হেলাতলা আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাংবাদিক.শেখ মোসলেম আহম্মেদ, ওয়ার্ড আ.লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান তুহিন। পরে উপজেলার আহসাননগর-সিংহলাল গ্রামে ২শ’ ১৪টি পরিবারের মধ্যে নতুন সংযোগের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক অজিয়ার রহমান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও ঝাউডাঙ্গা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক কে এম আনিছুর রহমান, আতাউর রহমান, এম এ সাজেদ, জুলফিকার আলি, জালালাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, আ.লীগ নেতা প্রধান শিক্ষক আব্দুর রব, অধ্যাপক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল খালেক, আব্দুর রশিদ, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর রহমান, ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনি প্রমুখ।



মন্তব্য চালু নেই