কলারোয়া পৌর নির্বাচন: মনোনয়নপত্র নিয়েছেন মেয়রে ২, কাউন্সিলরে ১৬ জন

তাফসিল ঘোষণার দ্বিতীয় দিনে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে মেয়র পদে ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩জন।

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, তাফসিল ঘোষনার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কলারোয়া পৌরসভা নির্বাচনে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- মেয়র পদে আ.লীগ নেতা আরাফাত হোসেন ও সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফারহানা হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আ.লীগ নেত্রী সন্ধ্যারানী বর্মণ এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে লুৎফুন্নেছা, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে এস এম মফিজুল ইসলাম, ২নং ওয়ার্ডে আ.লীগ নেতা মাস্টার মনিরুজ্জামান, ৩নং ওয়ার্ডে শ্রমিকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মেজবাউদ্দীন ও বিএনপি নেতা মাগফুর রহমান রাজু, ৫নং ওয়ার্ডে আ.লীগ নেতা কার্তিক চন্দ্র মন্ডল ও বিএনপি নেতা শেখ জামিল হোসেন, ৬নং ওয়ার্ডে রিজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুন-অর-রশীদ এবং ৯নং ওয়ার্ডে আ.লীগ নেতা আকিমুদ্দীন দফাদার, আব্দুল লতিফ সরদার ও শওকত হোসেন।



মন্তব্য চালু নেই