কলারোয়া সরকারি কলেজ হোস্টেলের নামকরণে সভা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ হোস্টেলের নামকরণ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহানাফ তাজীর অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। অন্যদের মধ্যে বক্তব্য রাকেন ও উপস্থিত ছিলেন কলেজ হোস্টেল সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসরাম বায়েজিদ, আলামিন, নাজমুল হোসেন,রাজু আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় সর্ব সম্মিতক্রমে হোস্টেলটি’র নামকরণ বঙ্গবন্ধু হল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক কলেজ অধ্যক্ষ নামকরণ যাতে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে শিক্ষা সচিব বরাবর একটি আবেদন করেছেন।

উল্লেখ্য, কলারোয়া সরকারি কলেজটি ১৯৬৯ সালে পৌরসভার প্রাণকেন্দ্রে যশোর-সাতক্ষীরা মহা সড়কের পাশে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত গয়। অদ্যাবধি কলেজেটির সুনাম অক্ষুন্ন রেখেছে। বর্তমান কলেজটিতে প্রায় ২৫০০ ছাত্র-ছাত্রী অধ্যায়ণরত বলে কলেজ অধ্যক্ষ বাসুদেব বসু জানান।



মন্তব্য চালু নেই