কলারোয়া সীমান্তে শাড়িসহ বিভিন্ন পণ্য উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযযান চালিয়ে ভারতীয় শাড়ি, থান কাপড়, ফেনসিডিল, চামড়া, চায়ের পাতা, বার্মিজ স্যান্ডেল, বাইসাইকেল, মোটর সাইকেল উদ্ধার করেছে। তবে উদ্ধারের কোনো ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার হুমায়ুন কবির রোববার সাংবাদিকদের জানান, শনিবার রাতে হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কেঁড়াগাছি-গাড়াখালি এলাকার পাকা রাস্তার ওপর থেকে ৩৪০ পিস ভারতীয় শাড়ি ও ৭০০ মিটার থান কাপড় উদ্ধার করে।

এগুলোর আনুমানিক মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে মাদরা বিওপি’র সুবেদার আব্দুর রব রোববার সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা শনিবার রাতে সীমান্তবর্তী বড়ালি-মাদরা ও ভাদিয়ালি গ্রাম থেকে ১ বোতল ফেনসিডিল, চামড়া, চায়ের পাতা, বার্মিজ স্যান্ডেল, ৬টি বাইসাইকেল, ১ টি পুরানো মোটর সাইকেলসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেন। উদ্ধারকৃত পণ্য সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লাখ ৭৭ হাজার ৩শ’ টাকা বলে মাদরা বিওপি সূত্র জানায়।



মন্তব্য চালু নেই