কলারোয়া সীমান্তে ৫ নারী ও পুরুষ আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ ভারতীয় নাগরিকসহ ৫ নারী-পুরুষকে আটক করেছে। এরা অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। শনিবার রাত ৯ টার দিকে কলারোয়ার সীমান্তবর্তী হিজলদি গ্রামের জিরো পয়েন্ট ১৭ নং সীমান্ত পিলারের কাছ থেকে এদের আটক করা হয়। হিজলদি বিওপি’র নায়েব সুবেদার নাছির উদ্দিন রোববার সাংবাদিকদের জানান, শনিবার রাতে হিজলদি গ্রামের জিরো পয়েন্টে ৫ নারী ও পুরুষ সীমান্তের দিকে অগ্রসরমান অবস্থায় তাঁর নেতৃত্বে পরিচালিত বিজিবি’র একটি টহলদল এদের চ্যালেঞ্জ করে। তখন এরা অবৈধভাবে ভারতে যাওয়ার কথা স্বীকার করে। এসময় তাদের আটক করা হয়। এরা হলো: কলারোয়ার সীমান্তবর্তী চান্দুড়িয়া গ্রামের শের আলির মেয়ে জেসমিন (২৪), যশোরের বকচর এলাকার আমির হোসেনের মেয়ে রিম্পা (১৮), শার্শার বালুন্দি গ্রামের সুখচাঁদের ছেলে অজিত (৩০), কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিকুর (৩৫) ও ভারতের উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার কেউটালি গ্রামের মৃত কালু মোল্যার ছেলে আনার আলি (৫০)।



মন্তব্য চালু নেই