কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রথম বর্ষ ডিএইচএমএস পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের নজরকাড়া সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসারে এই মেডিকেল কলেজ সময়ের দাবি পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি কলেজটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কলেজ অধ্যক্ষ ডা: এম বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব ইউনুছ আলি, উপাধ্যক্ষ ডা: শেখ শাহিদুর রহমান, সাংবাদিক শেখ জুলিফিকারুজ্জামান জিল্লু, ডা: হাবিবুর রহমান, ডা: সোলায়মান বাবু, ডা: আব্দুল্লাহ আল ফারুক, ডা: আফিয়া খাতুন, ডা: নার্গিসসহ কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য চালু নেই