কসাইখানায় হাতুড়ি পেটা করে গরু হত্যা!

ভিয়েতনামের কসাইখানায় গরু জবাই না করে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার হৃদয়বিদারক দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করার পর তা প্রকাশিত হলে সোচ্চার হয়ে উঠেছে প্রাণী অধিকার কর্মীরা।

প্রাণী অধিকার প্রতিষ্ঠান এনিম্যালস অস্ট্রেলিয়া থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হলে দেখা যায়, ভিয়েতনামের কসাইখানায় অস্ট্রেলীয় গরুকে হাতুড়ি দিয়ে মাথায় ৫ বার সর্বশক্তিতে আঘাত করে মারার দৃশ্য। যতক্ষণ পর্যন্ত না গরুর মৃত্যু হচ্ছে হাতুড়ির বাড়ি ততক্ষণ পড়ছেই।

ভিয়েতনামে অস্ট্রেলীয় গবাদি পশু নির্যাতনের অভিযোগ এর আগেও উঠছে। অস্ট্রেলীয় সরকার বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছেন, যদিও ভিয়েতনামে গবাদি পশু রপ্তানিতে এখনো নিষেধাজ্ঞা দেয়া হয় নি।

অস্ট্রেলীয় প্রাণী সম্পদ রপ্তানি পরিষদের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে চলতি বছর পর্যন্ত ১২ মাসে প্রায় ২ লাখ ২৭ হাজার ৫শ ৬৩টি গরু ভিয়েতনামে রপ্তানি করেছে অস্ট্রেলিয়া।



মন্তব্য চালু নেই