কাঁচি দিয়েই টনসিল কাটলেন পল্লী চিকিৎসক..!

গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম চকবরুলে খোলামেলা আঙিনায় কেবল একটি কাঁচি দিয়ে টনসিল কেটে ফেলেছেন এক পল্লী চিকিৎসক। এতে রোগীর অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে জানিয়েছেন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা।

গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের গৃহিণী নুরজাহানের গলার টনসিল অপারেশন করেন পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম। এক পর্যায়ে অস্বাভাবিকহারে রক্তক্ষরণের ফলে নিস্তেজ হয়ে পড়েন তিনি। কথিত চিকিৎসক নুরজাহানের নিকটাত্মীয় হওয়ায় তারা কোনো পদক্ষেপ নেয়নি।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ খোরশেদ আলম বলেন, এটি অপচিকিৎসা। রোগী বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে।

খবর পেয়ে বুধবার রাতে নুরজাহানের বাড়ি থেকে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ নুরজাহানকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে আসে। তাকে দেখার পর কথিত ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী।

তিনি জানান, নুরজাহান এখনো শংকামুক্ত নয়। শারীরিকভাবে সুস্থ করার পর হাসপাতালে নুরজাহানরে টনসিল অপারেশন করা হবে।

সূত্র: সময় টিভি



মন্তব্য চালু নেই