কাঁঠালিয়ায় আওয়ামী লীগ থেকে ৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার

মোঃ আল আমিন, কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ায় দলের শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আওয়ামী লীগের ৭নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার নিজ বাসায় সংবাদ সম্মেলনে করে কেন্দ্রীয় নির্দেশনা উল্লেখ করে এ ঘোষণা দেন। বহিস্কৃতরা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামরুজ্জামান লিটন নকীব(আওরাবুনিয়া ইউনিয়ন), উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম বুলবুল (শৌলজালিয়া ইউনিয়ন), উপজেলা আ”লীগের সদস্য সহিদুল ইসলাম হৃদয় (পাটিখালঘাটা ইউনিয়ন),উপজেলা আ”লীগের সদস্য মো. হুমায়ুক কবির রুস্তম বেপারী(আমুয়া ইউনিয়ন), উপজেলা আ”লীগের সদস্য মো. আফজাল হোসেন নকীব (আওরাবুনিয়া ইউনিয়ন), উপজেলা আ”লীগের সদস্য এইচ এম আল মামুন (আওরাবুনিয়া ইউনিয়ন), পাটিখালঘাটা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. হারুন মিয়া((পাটিখালঘাটা ইউনিয়ন)। সম্মেলনে আগামি ১৬ মার্চের মধ্যে দলের সকল নেতা-কর্মীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ করা হয়। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধের একই ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী করেন ফারুক সিকদার।



মন্তব্য চালু নেই