‘কাউকে জোর করে ব্রাজিলের গম দেওয়া যাবে না’

ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে নিতে বাধ্য করা যাবে না মর্মে আদেশ দিয়েছেন আদালত। এছাড়া স্থানীয় সরকারের প্রতিনিধিরা (ইউপি চেয়ারম্যান বা মেম্বার) বা অন্য কেউ এ গম ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে।

বুধবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, খাদ্য অধিদফতরসহ বিভিন্ন সরকারি সংস্থার রিপোর্টে কোথাও বলা হয়নি এই গম খাওয়ার অনুপযোগী। এক আদেশে খাদ্য অধিদফতর প্রতিবেদন দিয়ে বলেছে, এই গম খাওয়ার উপযোগী তবে গমে পোকা বিদ্যমান রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেহেতু গমে পোকা রয়েছে, সেহেতু এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না।

ব্রাজিলের গম নিম্নমানের দাবি করে একটি রিট দায়ের করেন আইনজীবী পাভেল মিয়া। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে। ওই রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্ট এ রায় দেয়।



মন্তব্য চালু নেই