‘কাউন্সিলের কারণে যানজট হলে বিএনপি দায়ী থাকবে না’

দলের ষষ্ঠ কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পেলে ওই এলাকায় সম্ভাব্য যানজটের জন্য বিএনপি দায়ী থাকবে না বলে জানিয়েছেন কাউন্সিলের আপ্যায়ন কমিটির আহ্বায়ক এবং দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কাউন্সিলে প্রথম থেকেই প্রতিবন্ধকতা চলছে। কাউন্সিলের জন্য যতটুকু জায়গা দরকার সেটুকু পাইনি। কাউন্সিলের দিন সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পাওয়া গেলে এবং সেজন্য যানজট হলে এর জন্য বিএনপি দায়ী থাকবে না। দায়ী হবে সরকার।’

আবদুস সালাম বলেন, ‘বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে চান, কাউন্সিলে অংশগ্রহন করতে চান। আমরা কাউন্সিলের ডেলিগেটদের বসানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ চেয়েছিলাম তা পাইনি।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিদেশি মেহমান, কাউন্সিলর ও সাংবাদিক ছাড়া কারো জায়গা থাকবে না। ডেলিগেটগণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাহিরে অবস্থান করবেন। তাদেরকে ৯টি স্থান থেকে খাবার সরবরাহ করা হবে।’

এ সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন ও আপ্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই